thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শক্তিশালী পাসপোর্ট : বিশ্বে বাংলাদেশ ৯০তম

২০১৭ অক্টোবর ২৫ ২৩:১০:২৫
শক্তিশালী পাসপোর্ট : বিশ্বে বাংলাদেশ ৯০তম

দ্য রিপোর্ট ডেস্ক : শক্তিশালী পাসপোর্ট বিবেচনায় বিশ্বে এক নম্বর স্থানটি দখলে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টের স্থানটিও আরেক এশিয়ান দেশের দখলে; আফগানিস্তান। দেশটির অবস্থান ৯৪তম। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ৯০তম স্থানে।

বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের তৈরি করা ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক ২০১৭’থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট জার্মানির। তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্যের পাসপোর্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে।

লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া ও পর্তুগালের পাসপোর্ট আছে পরের অবস্থানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও কানাডা।

আর্টন ক্যাপিটালের সিঙ্গাপুর অফিসের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ মে বলেছেন, ‘এই প্রথম এশিয়ার কোনো দেশ এই তালিকার শীর্ষ স্থানটি দখল করল। এ থেকে বোঝা যায়, সিঙ্গাপুরের কার্যকর পররাষ্ট্রনীতি আছে, যা দিয়ে চমৎকারভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে তারা।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর