thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে সাড়ে ৯ কেজি সোনাসহ গ্রেফতার ৩

২০১৭ অক্টোবর ২৬ ১০:৫৯:১৭
রাজধানীতে সাড়ে ৯ কেজি সোনাসহ গ্রেফতার ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পথে প্রায় সাড়ে নয় কেজি সোনাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে বিমানবন্দর রোড থেকে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- মো. শাহিন(২১), ফারুক আহমেদ (৩৮) ও মীর হোসেন (২৮)।

ওই তিনজন রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেফতার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর