thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ইন্দোনেশিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৭

২০১৭ অক্টোবর ২৬ ১৬:৩১:০৪ ২০১৭ অক্টোবর ২৬ ২০:১৫:০০
ইন্দোনেশিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৭

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় দু’দফা বিস্ফোরণে কমপক্ষে ৪৭ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

মাত্র দুই মাস কারখানাটি চালু করা হয়েছিল বলে সংবাদ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্থানীয় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কারখানাটিতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর প্রায় ৩ ঘণ্টা পর আরেকটি বিস্ফোরণ হয়। এতে আগুনে পুড়ে কমপক্ষে ৪৭ ব্যক্তির মৃত্যু হয়।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব নয়, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।’

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর