thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মাছ বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

২০১৭ অক্টোবর ২৬ ১৮:০৩:৩০
মাছ বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নে বেকিটেকা গ্রামে মাছ বিক্রির টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে ওই এলাকার ছুরাব আলীর কাছ থেকে একই এলাকার নবীন মিয়া বাঁকিতে মাছ কেনেন। বুধবার সকালে ছুরাব আলী তার কাছে পাওনা টাকা চান। এ সময় নবীন টাকা না দেয়ায় দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরাব আলীসহ ১৫ জন আহত হন। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নারীসহ শতাধিক লোক আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। এখনও আটকের জন্য অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর