thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ব্র্যান্ড–মূল্য : মেসিকে ছাড়িয়ে কোহলি

২০১৭ অক্টোবর ২৬ ২২:২৭:১৮
ব্র্যান্ড–মূল্য : মেসিকে ছাড়িয়ে কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়া চলা বিরাট কোহলির বাণিজ্যিক বাজারে (ব্র্যান্ড-মূল্য) কদর অনেক বেশি, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ব্র্যান্ড-মূল্যে আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন ভারতের এই কৃতী ব্যাটসম্যান।

মেসির চেয়ে কোহলি ব্র্যান্ড-মূল্যে এগিয়ে রয়েছেন ১ মিলিয়ন মার্কিন ডলারের (৮ কোটি টাকা) ব্যবধানে। খ্যাতনামা ম্যাগাজিন ফোর্বসের সর্বশেষ তালিকা তেমনটাই বলছে।

বৃহস্পতিবার এমন সংবাদ দিয়েছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।

ফোর্বসের এই তালিকায় ব্র্যান্ড-মূল্যে শীর্ষস্থান দখল করেছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার।তালিকার সেরা ১০-য়ে মেসি ছাড়া ফুটবল তারকাদের মধ্যে আর মাত্র একজনই জায়গা করে নিয়েছেন। তিনি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি রয়েছেন ৪ নম্বরে। বিরাট কোহলির অবস্থান ৭-য়ে।

এই ধরনের তালিকা তৈরি করার ক্ষেত্রে বিশ্বব্যাপী সমাদৃত ফোর্বস ম্যাগাজিন। নির্ভরযোগ্য তথ্যের কারণে তাদের তালিকাগুলোও সারা বিশ্বে গ্রহণযোগ্য। মেসির চেয়ে কোহলির ব্র্যান্ড-মূল্যে এগিয়ে থাকার বিষয়টি নিয়ে তাই খুব একটা সন্দেহের অবকাশ নেই।

ফোর্বসের ব্র্যান্ড-মূল্যের সেরা ১০

১. রজার ফেদেরার: ৩ কোটি ৭২ লাখ ডলার

২. লেব্রন জেমস: ৩ কোটি ৩৪ লাখ ডলার

৩. উসাইন বোল্ট: ২ কোটি ৭০ লাখ ডলার

৪. ক্রিস্টিয়ানো রোনালদো: ২ কোটি ১৫ লাখ ডলার

৫. ফিল মিকেলসন: ১ কোটি ৯৬ লাখ ডলার

৬. টাইগার উডস: ১ কোটি ৬৬ লাখ ডলার

৭. বিরাট কোহলি: ১ কোটি ৪৫ লাখ ডলার

৮. ররি ম্যাকইলরয়: ১ কোটি ৩৬ লাখ ডলার

৯. লিওনেল মেসি: ১ কোটি ৩৫ লাখ ডলার

১০ স্টিভেন কারি: ১ কোটি ২৪ লাখ ডলার

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর