thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বাংলাদেশের ১০ দফায় একমত নয় মিয়ানমার : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৭ অক্টোবর ২৭ ২০:৪৯:২৮
বাংলাদেশের ১০ দফায় একমত নয় মিয়ানমার : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের দেওয়া ১০ দফার সঙ্গে একমত পোষণ করেনি মিয়ানমার। তাই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা সম্ভব হয়নি। তবে মিয়ানমারের সঙ্গে এখনও আলোচনা চলছে। আশা করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ১০ম মৈত্রী উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘অং সান সুচির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাদের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে আমাদের ঘণ্টার পর ঘণ্টা বৈঠক হয়েছে। আমরা বলেছি, জাতিসংঘে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫টি পয়েন্ট ও কফি আনান কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্যার সমাধান করতে হবে। সমস্যা সমাধানে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার কথা ছিল। কিন্তু ১০ দফায় একমত না হওয়ায় তা গঠন করা সম্ভব হয়নি।’

তিনি আরো বলেছেন, ‘তারা এটাকে কাটাছেঁড়া করেছে। পরবর্তী সময়ে আমাদের কাছে ১০ দফার একটি খসড়া কপি পাঠানো হয়েছে। আমরা তা সংশোধন করে পাঠাব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। এতে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রবেশ কমিটির সহ-সভাপতি রাজকমল পাঠক প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৫ আগস্টের পর মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা জনগণ। এর আগেও থেকে অনেক রোহিঙ্গা মানুষ বাংলাদেশে অবস্থান করছে। এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বারবার মিয়ানমার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর