thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

২০১৭ অক্টোবর ২৮ ১০:৫৯:৩৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ডেমরার রাণীমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা আছে।

নিহত আনসার সদস্যের নাম হারুন অর রশিদ (৩০)। তিনি সাধারণ আনসার সদস্য ছিলেন।

হারুনকে ঢামেকে নিয়ে আসা জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি আজ শনিবার সকালে এনটিভি অনলাইনকে বলেন, রাত আড়াইটার দিকে দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে ছিলেন হারুন। কোনো পরিবহন হয়তো তাঁকে চাপা দিয়ে ফেলে গেছে।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর