thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে সিনিয়র-জুনিয়র বিতর্কে স্কুলছাত্র খুন

২০১৭ অক্টোবর ২৮ ১৩:৩৩:১৮
রাজধানীতে সিনিয়র-জুনিয়র বিতর্কে স্কুলছাত্র খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র করে হাসান (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শুক্রবার চকবাজারের চাঁদনীঘাট এলাকার শিশু হাসপাতালের গলিতে হাসানের সঙ্গে আলীসহ কয়েকজনের সিনিয়র-জুনিয়র বিতর্ক হয়। বিতর্কের এক পর্যায়ে তারা হাসানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত হাসানের বাবা মোহাম্মদ আলী জানান, তিনি পরিবার নিয়ে লালবাগ এলাকার পোস্তায় থাকেন। তার ছেলে হাসান স্থানীয় একটি স্কুল থেকে এবার জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট)পরীক্ষার্থী ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর