thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

দুই দফা হামলার শিকার খালেদা চট্টগ্রাম পৌঁছেছেন

২০১৭ অক্টোবর ২৮ ২৩:২০:৫৪
দুই দফা হামলার শিকার খালেদা চট্টগ্রাম পৌঁছেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : কয়েকদফা হামলা উপেক্ষা করে অবশেষে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) ঢাকা থেকে সড়ক পথে রওনা দেওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান।

তবে চট্টগ্রামে পৌঁছানোর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কয়েকদফা হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি টেলিভিশনের গাড়িসহ অন্তত ৩০টি পরিবহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন ৩ সাংবাদিক। শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ফেনী ও চট্টগ্রামের মিরেরসরাইয়ে এসব হামলা চালানো হয়। তবে খালেদা জিয়া অক্ষত রয়েছেন।

শনিবার রাতে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন রাত ১০টা নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছেছেন। তিনি নগরীর এহতেশাম রোড দিয়ে প্রবেশ করেন। আজ রাত তিনি সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবেন।’

এর আগে গুলশানের বাসভবন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে রওনা দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে কয়েক স্থানে যানজটে আটকা পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। এর পর বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের একাংশ ফেনীর মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই হামলার ঘটনা ঘটে।

ওই সময় ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা হামলা চালিয়ে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টিভি গাড়ি ভাঙচুর করে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের তিনটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্বৃত্তদের হামলায় একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টিভির গোলাম মোর্শেদ এবং ডিবিসি’র ক্যামেরাপারসনসহ কমপক্ষে পাঁচজন আহত হন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ফেনীর মোহাম্মদ আলী বাজার, ফতেহপুর ও দেবীপুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

এদিকে ফেনীতে হামলার প্রায় দুই ঘণ্টা পরই চট্টগ্রামের মিরসরাইয়ে আবারও হামলার শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। ভাঙচুর করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র গাড়ি। এতে সিনিয়র করেসপনডেন্ট হাসান মাহমুদ, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার সাইদ আহমেদ ও ক্যামেরাপারসন অজিত আইচ তাপস আহত হয়েছেন।

এদিকে শনিবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ বিএনপি নেতা-কর্মীসহ গণমাধ্যমকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ অনেক গণমাধ্যমকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। শান্তি, সহাবস্থান, স্থিতি এবং পরমত সহিষ্ণুতার পরিবর্তে জুলুম সন্ত্রাসের নানা ‘ডাইমেনশনকে’ স্বীকৃতি দিল আজকের এই হামলা।

বিএনপির কত নেতা-কর্মী আহত হয়েছেন—এ বিষয়ে তাৎক্ষণিক হিসাব দিতে পারেননি রিজভী। তিনি বলেন, পূর্ণাঙ্গ তালিকা পেলে বিষয়টি বলা সম্ভব হবে।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন খালেদা জিয়া। রবিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবেন। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন খালেদা জিয়া। পরদিন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রীযাপন শেষে পরদিন মঙ্গলবার যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর