thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

২০১৭ অক্টোবর ২৯ ০৭:৫৫:৪৮
রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে রবিবার (২৯ অক্টোবর) দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে এ তথ্য জানান।

আবুল কালাম বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।’

উপ-প্রেস সচিব আরো বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য আট দিনের সফর শেষে আজ (গতকাল) রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।’

রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর