thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রোগীর মৃত্যু কেন্দ্র করে ঢামেকে জরুরি সেবা বন্ধ

২০১৭ অক্টোবর ২৯ ১৭:২৬:৩২
রোগীর মৃত্যু কেন্দ্র করে ঢামেকে জরুরি সেবা বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : এক রোগীর মৃত্যুর পর স্বজনদের ‘হামলার’ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে জরুরি সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

রবিবার (২৯ অক্টোবর) এই ঘটনা ঘটেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ‘দুপুরে নওশাদ আহমেদ নামে ৫২ বছর বয়সী এক রোগী হাসপাতালের সিসিইউতে মারা যান। এরপর বেলা ২টার দিকে ওই রোগীর স্বজনদের সঙ্গে কিছু লোক এসে হাসপাতালে হামলা করে। সে সময় কয়েকজন চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্য আহত হন।’

এরপর চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে হাসপাতালে ঢোকার বিভিন্ন গেইট বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের সেবাও বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে রিয়াদ ও মাকসুদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বেশ কয়েকজন জানিয়েছেন, হামলাকারীরা নিজেদেরকে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিনের লোক বলে দাবি করছে। তবে মোস্তফা জালাল মহীউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘এরা আমার লোক নয়। দুজনকেই আটক করে থানায় পাঠানো হয়েছে। এদেরকে আমি চিনি না।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর