thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৪৫ ট্রাক ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পথে খালেদা

২০১৭ অক্টোবর ৩০ ১১:৩৮:০৫
৪৫ ট্রাক ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পথে খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ বিতরণের লক্ষ্যেউখিয়ার উদ্দেশেকক্সবাজার সার্কিট হাউস থেকে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকেমেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

রোহিঙ্গাদের জন্য ৪৫ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারের উখিয়া যাচ্ছেন খালেদা জিয়া। রোহিঙ্গাদের ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী, দলের মৎস বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেত্রীর সঙ্গে আছেন। এছাড়া খালেদা জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও তার সঙ্গে আছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার সার্কিট হাউজ থেকে সকালে উখিয়ার দিকে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে ময়নার গোনা ক্যাম্প, হাকিম পাড়া, বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন।

দলীয় সূত্র জানিয়েছে, মোট ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও খাদ্য সামগ্রী থাকবে ৪৫টি ট্রাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মীর্জা আব্বাস ট্রাকভর্তি পণ্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। ত্রাণের একটি অংশ খালেদা জিয়া উখিয়ার ময়নাগর এলাকা থেকে শুরু করে ৪টি স্পটে রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন।

এর আগে রবিবার রাত ৮টা ৫মিনিটে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান তিনি। দুপুর সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী চট্টগ্রাম সার্কিট হাউজে যান। এ ছাড়া চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দুপাশে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে থাকেন নেতা-কর্মীরা। খালেদা জিয়াও যাত্রাপথে গাড়ির গ্লাস নামিয়ে তাদের অভিবাদনের জবাব দেন।

এর আগে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাদের ত্রাণ দিতে শনিবার সকালে ঢাকা থেকে রওনা দেন বিএনপি নেত্রী। পথের মধ্যে ফেনীতে যাত্রা বিরতি শেষে রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান। চট্টগ্রামে বিপুল সংখ্যক নেতা-কর্মীর চাপে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান রাত সাড়ে ১০টার দিকে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর