thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দেড় বছর আটক থাকার পর দেশে ফিরলো দুই কিশোর

২০১৭ অক্টোবর ৩০ ২০:৩৭:৩১
দেড় বছর আটক থাকার পর দেশে ফিরলো দুই কিশোর

দিনাজপুর প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতে প্রায় দেড় বছর আটক থাকার পর সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছে দুই কিশোর।

তারা হলো-সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৩) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (১৪)।

দুপুর ১২টায় হিলি সীমান্তের শুন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই বাংলাদেশি কিশোরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আগে আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাটে কিশোর শোধনাগার শোভায়ন হোমে পাঠায়। সেখানে প্রায় দেড় বছর আটক রাখা হয় তাদেরকে। সাজার মেয়াদ শেষে সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর