thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কর কার্যালয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১ 

২০১৭ অক্টোবর ৩০ ২২:২৪:৩১
কর কার্যালয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১ 

খুলনা ব্যুরো : খুলনা বয়রাস্থ কর কমিশনার কার্যালয়ে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম ইসলাম বলে জানা গেছে।

সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় বয়রা মহিলা কলেজ এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।

খুলনা কর কার্যালয়ের কর পরিদর্শক সোনিয়া আক্তার জানান, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য আয়কর মেলা উপলক্ষ্যে ভবন প্রাঙ্গণে সোমবার ডেকোরেশনের কাজ চলছিল । সকলের দৃষ্টি আকর্ষনের জন্য বিশাল বড় সাইজের দুটি বেলুন আনা হয়েছে । এর একটি বেলুনে গ্যাস দেওয়ার সময় দুপুরে পৌনে বারটার দিকে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে । শব্দ শুনে খুলনা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ।

তিনি আরো জানান, কর কার্ষালয়ের ভবনের পিছনে ধোয়াচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আহত অবস্থায় ইসলাম (৪৫) নামের একজনকে উদ্ধার করে পাশ্ববর্তী আদ্ব –দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে । কর কমিশনার মো. ইকবাল হোসেন সহ ঊর্ধতন কর্মকর্তারা আহত ইসলামকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর