thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

২০১৭ অক্টোবর ৩১ ০৮:২৯:১০
চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া (৭৫) ওই এলাকার মৃত সাহবুদ্দিন মিয়ার ছেলে। আটককৃত আমিনুল মিয়া (৩০) নিহত সোনা মিয়ার ছোট ভাই এমদাদুল হকের ছেলে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার এসআই আরিফুল ইসলাম জানান, রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার সঙ্গে ভাতিজার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা মাটি কাটার কোদালের হাতল দিয়ে চাচা সোনা মিয়াকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় নরসিংদী নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ভাতিজা আমিনুল মিয়াকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর