thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

গাজায় ইসরায়েলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

২০১৭ অক্টোবর ৩১ ১০:১০:৩৩
গাজায় ইসরায়েলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : গাজা সীমান্তে সুড়ঙ্গ ধ্বংসের সময় ফিলিস্তিনের ৭ নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ সময় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী সুড়ঙ্গ ধ্বংসে অভিযান চালায়। এ সময় বিস্ফোরণ ও হামলার ঘটনায় তারা হতাহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন হামাসের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সদস্য। তারা হলেন- ব্রিগেড কমান্ডার আরাফাত মারসুড, ডেপুটি কমান্ডার হাসান আবু হাসনাইন, আহমাদ খলিল আবু আরমানেহ। তাদের সবার বয়স ২৫ বছর। আর ওমর নেসার আল-ফালেত ও জিহাদ আল-সামিরির বয়স ২৭ বছর।

নিহত অন্য দু’জন হলেন- হামাসের ইজ এডিন আল-কাশেম ব্রিগেডের সদস্য মেসবাহ সাবির ও মোহাম্মদ আল-আগা। তাদের দু’জনেরই বয়স ৩০ বছর।

উপত্যকায় বিমান হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে ফিলিস্তিনের মু্ক্তিকামী আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, ফাতাহ আন্দোলনের সঙ্গে তাদের যে ঐক্য প্রক্রিয়া চলছে তা ক্ষতিগ্রস্ত করার জন্যই এ হামলা চালানো হয়েছে। হামাস আরো বলেছে, এই হামলা প্রমাণ করছে তেল আবিব গাজার বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর