thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ভানুয়াতু-ক্যালিডোনিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

২০১৭ অক্টোবর ৩১ ১০:১৮:৩২
ভানুয়াতু-ক্যালিডোনিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। খবর- রয়টার্স ও ডেইলি মেইলের।

খবরে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ দশমিক ৩ মাইল গভীরে এর উৎপত্তি ছিলো। জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার ও হাওয়াই ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, কোনোরকম সুনামির সম্ভাবনা নেই। এখন পর্যন্ত হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৩১ অক্টোবর মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূপৃষ্ঠের পনের কিলোমিটার গভীরে আঘাত হানে।
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো হুমকি নেই।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর