thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

মেসি-নেইমার-রোনালদোর পর অ্যাসেনসিওকে হুমকি

২০১৭ অক্টোবর ৩১ ১৩:০৭:২৬
মেসি-নেইমার-রোনালদোর পর অ্যাসেনসিওকে হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করে কিছুদিন সেই হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। এরপর হালের সেরা নেইমার ও রোনালদোর ছবি ব্যবহার করে হুমকি দেয় এ সন্ত্রাসী গোষ্ঠি। এবার রিয়াল মাদ্রিদ শিবিরের আরেক তারকা খেলোয়াড় মার্কো অ্যাসেনসিওর ছবি ব্যবহার করে হুমকি দিয়েছে সংগঠনটি।

সাইট ইন্টারন্যাশনাল গ্রুপের প্রকাশিত এক পোস্টারে দেখা গেছে, এক আইএস সদস্য অ্যাসেনসিওর গলায় ছুরি ধরে আছে। এর আগে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের ক্ষেত্রেও এমন ছবি ব্যবহার করা হয়েছিল।

অ্যাসেনসিওকে হুমকি দেওয়া আইএসের নতুন পোস্টারে লেখা রয়েছে, ‘তারা শাস্তি পাবে কারণ এটাই- আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না|’

এর আগে রোনালদোকে নিয়ে পোস্টার প্রকাশ করে আইএস।সেখানে রিয়াল তারকার চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা যায়, আর তাঁর পেছনে দাঁড়িয়ে আছেন এক অস্ত্রধারী জঙ্গি। পোস্টারে লেখা ছিল, ‘অপেক্ষায় থাক, আমরাও অপেক্ষায় আছি। আর আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর