thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

তৈমূর সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

২০১৭ অক্টোবর ৩১ ২১:৩১:১৭
তৈমূর সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ চার্জ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, যিনি এই মামলায় অভিযুক্ত, নিজেই মামলার শুনানীতে অংশ নেন। তিনি জানান, তিনি সহ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই রাজুসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

তৈমূর জানান, এ মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন হয়না। বিএনপি নেতাকর্মীদের হেয় করার জন্য এবং ছোট করতেই এ ধরনের মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে ফিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়, মাদানী নগর, সাইনবোর্ড, শিমরাইলের মুক্তি স্মরণী এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আসা হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পরদিন ভোর ৬টা থেকে আইনশৃঙ্খলা রাক্ষাবাহিনী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দু’জন বিজিবি সদস্য এবং দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ২০জনের প্রাণহানির ঘটে। ওই ঘটনায় নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাখাওয়াত বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তৈমূর আলম খন্দকার ও সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাত আসামী করা হয় অনেককে। পরে পুলিশ ৩৯জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। মামলায় পুলিশ বক্সের হামলা, পুলিশের ওপর হামলা, তাদের পিকাপ ভ্যানে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর