thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিয়াকোস

২০১৭ নভেম্বর ০১ ১১:১৫:২৫
বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিয়াকোস

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে তাদের রুখে দিয়েছে অলিম্পিয়াকোস।

দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। বার্সেলোনা বিষন্ন মুখে প্রতিপক্ষ মাঠ ছাড়লেও ঘরের মাঠে বার্সেলোনাকে জয় পেতে না দেওয়ায় বেশ খুশি অলিম্পিয়াকোস।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে শেষ পাঁচ বছরে প্রতিটি ম্যাচেই গোলের স্বাদ পেয়েছে বার্সেলোনা। পাঁচ বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে বেনফিকার বিরুদ্ধে গোল পায়নি মেসি, জাভিরা। দীর্ঘদিন পর আবারও একই দুঃস্মৃতির মুখোমুখি কাতালানরা।

প্রতিযোগিতামূলক ফুটবলে মঙ্গলবার প্রথমবারের অলিম্পিয়াকোসের মাঠে মুখোমুখি হয় বার্সেলোনা। বার্সেলোনার দুই সুপারস্টার মেসি ও সুয়ারেজ একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। ভাগ্য তাদের পাশে থাকেনি। সুয়ারেজের নেওয়া শট গোল পোস্টের উপরে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে অলিম্পিয়াকোসের থেকে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু বারবার বলের নিয়ন্ত্রণ হারানোয় গোলের দেখা পায়নি কাতালানারা। পাশাপাশি অলিম্পিয়াকোসের রক্ষণ দুর্গ ছিল বেশ জমাট। সব মিলিয়ে নিজেদের ঘরের মাঠে দারুণ খেলেছে গ্রিসের দলটি।

ড্র করলেও প্রথম লেগে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছিল মেসিরা। ‘ডি’ গ্রপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা জুভেন্টাসের থেকে ৩ পয়েন্ট ব্যবধান বার্সেলোনার।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর