thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরিশালে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

২০১৭ নভেম্বর ০১ ১১:৪৭:১৩
বরিশালে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

বরিশাল অফিস : সারা দেশের মতো বারশালেও বুধবার (১ নভেম্বর) সকাল দশটা থেকে যথারীতি শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা গেল বছরের চেয়ে ৪ জাহার ৫২৬ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ২১ হাজার ৯৮২ জন অংশ নিচ্ছে।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে, গেল বছরের চেয়ে ১০টি কেন্দ্র বেড়ে এবারে ১৭২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৪ হাজার ৫৪৪ ছাত্রী এবং ৫৭ হাজার ৪৩৮ ছাত্র রয়েছে।

বোর্ডের অধীন ৬ জেলায় বেশী পরীক্ষার্থী রয়েছে বরিশাল জেলায় ৩৯ জাহার ১ জন। অনুপস্থিতির সংখ্যা পরীক্ষা শেষে জানা যাবে বলে জানালেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল অজিম।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর