thereport24.com
ঢাকা, বুধবার, ৯ জুলাই 25, ২৫ আষাঢ় ১৪৩২,  ১৩ মহররম 1447

মাহি ইউরোপ সফরে যাচ্ছেন ৩ নভেম্বর

২০১৭ নভেম্বর ০১ ১২:১৩:১২
মাহি ইউরোপ সফরে যাচ্ছেন ৩ নভেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক : ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি নিয়ে ইউরোপে যাচ্ছেন মাহিয়া মাহি। তার সাথে থাকছেন পরিচালক দীপঙ্কর দীপন, কাহিনিকার সানি সানোয়ার ও নায়ক আরিফিন শুভ। সফর শুরু হবে ৩ নভেম্বর, শেষ হবে ১৫ নভেম্বর।

মঙ্গলবার বিকেলে মাহি বলেন, ‘দেশের দর্শকদের সাথে তো অনেকবার ছবি দেখেছি। দেশের বাইরেও আমাদের ভক্ত, দর্শক তৈরি হয়েছে। তাদের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পারব আশা করি।’

১৩ দিনের এ সফরে মাহি ‘ঢাকা অ্যাটাক’ টিমের সাথে ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে প্রচারণায় অংশ নেবেন।

মাহি বলেন, ‘দেশগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন যারা ছবিটি দেখার জন্য অপেক্ষা করে আছেন। তাদের সাথে বসে আমরা ছবিটি দেখব। নানান অভিজ্ঞতা শেয়ার করব।’

ইউরোপ সফর থেকে ফিরে মাহি অংশ নিবেন বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ ছবিটিতে। তিনি বলেন, ‘ছবিটিতে আমাকে আনুষ্ঠানিকভাবে যদি চুক্তিবদ্ধ করায় তাহলে ১৫ নভেম্বর থেকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। অবশ্য উনারা ১২ নভেম্বর থেকে শুটিং শুরু করবেন।’

মাহি বর্তমানে অভিনয় করছেন ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘গোলাপতলীর কাজল’ ও ‘মন দেব মন নেব’ ছবিগুলোতে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর