thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভারতে ৫ বছর কারাভোগ করে দেশে ফিরলো ওরা

২০১৭ নভেম্বর ০১ ২১:৪৬:০৪
ভারতে ৫ বছর কারাভোগ করে দেশে ফিরলো ওরা

বেনাপোল প্রতিনিধি : পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে গিয়েছিল দুই বাংলাদেশি যুবক। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করছিল তারা। এই অপরাধে এই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছিল কেরালা পুলিশ। এরপর ৫ বছর কারাভোগের করে বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে ফিরিছে ওই দুই যুবক।

সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা যুবক দুইজন হলো-ফেনী জেলার সদর থানার গোবিন্দপুর এলাকার ফজলুল করিম এর ছেলে কামরুল ইসলাম (৩২)ও নোয়াখালী জেলার বেগমগনজ থানার কিসমত করিমপুর গ্রামের আবু নাসের এর ছেলে ইসমাইল হোসেন (৩০)।

পুলিশ জানায়, ফেরত আসা দুই যুবক ২০১৩ সালের ২২ জুলাই পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে কেরালায় যায়। পরে সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হলে কেরালা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘ প্রায় ৫ বছর কারাভোগের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর