thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এবার বাড্ডায় ভবনের ছাদে বাবা-মেয়ে খুন

২০১৭ নভেম্বর ০২ ০৯:৩৫:২২
এবার বাড্ডায় ভবনের ছাদে বাবা-মেয়ে খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা রাজধানীর কাকরাইলে একটি বাড়ি খুন হন মা ও ছেলে।

নিহতরা হলেন- জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নূসরাত (০৯)। এ ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার ওই বাড়িতে লোক পাঠিয়েছেন তারা। ওই ভবনের ছাদে ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। সেখানেই বাবা ও তার নয় বছর বয়সী মেয়ের লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বাবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রথমিক ধারণা করা হচ্ছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর