thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শেষ মিনিটের গোলে বাংলাদেশের জয়ের স্বস্তি

২০১৭ নভেম্বর ০২ ১৯:৪৬:০২
শেষ মিনিটের গোলে বাংলাদেশের জয়ের স্বস্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) তাজিকিস্তানের মাটিতে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে মাহবুব হোসেন রক্সির দল।

বাংলাদেশের এই জয় এসেছে ম্যাচের ৯০তম মিনিটে।

তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে মালদ্বীপের রক্ষণভাগ তছনছ করে ফেলার পরেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। গোল মিসের মহড়া যখন চূড়ান্ত হতাশায় পরিণত, ঠিক তখনই দলের ত্রাণকর্তা মাহবুবুর রহমান সুফিল। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে সুফিলের গোলেই এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সুফিলের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে যুবারা।

এ জয়ের সুবাদে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। বি-গ্রুপের শীর্ষে রয়েছে লাল-সবুজের দল। প্রথম ম্যাচে তারা স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।অন্যদিকে, শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ড্র করেছিল মালদ্বীপ।

গত সাফ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হওয়ার পথে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর