thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিএনপি নির্বাচনে অংশ নেবে : মওদুদ

২০১৭ নভেম্বর ০৩ ১৭:৫৯:৩৪
বিএনপি নির্বাচনে অংশ নেবে : মওদুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : যত প্রতিকূল পরিবেশই আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেছেন, ‘যত অত্যাচার, নির্যাতন হোক না কেন, যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক না কেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।’

তবে মওদুদ এটাও বলেছেন, ‘এই সরকার বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হবে। বিএনপির সহায়ক সরকারের দাবি এই সরকারকে মানতে হবে।’

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন মওদুদ আহমদে। এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মওদুদ বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে নির্বাচনই হবে না। তাই সরকারকে সমঝোতার মাধ্যমে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘দলীয় চেয়ারপারসনের অগ্রযাত্রা ব্যাহত করতেই ক্ষমতাসীনরা হামলা করেছে। কিন্তু এতে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। চেয়ারপারসন আবারও বের হবেন, কর্মসূচি পালন করবেন।’

২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করেছিল। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় দলটি নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে।

যদিও সরকার বলছে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন আগামী নির্বাচন করবে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সংবাদ সম্মলেন অভিযোগ করেছেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির লোকদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর