thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২০১৭ নভেম্বর ০৪ ০৮:২৮:২৭
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জেপিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোবাইকেরমুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরওসাত জনআহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৈমারী চিরাবদী গ্রামের হাবরং, শুশিলা বালা, অমূল্য রায় ও রাঙ্গিলা বালা। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদেরবীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর সদর হাসপাতালেচিকিৎসা দেওয়া হচ্ছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, শনিবার সকালে নীলফামারীর জলঢাকা থেকে অটোবাইকে করে কয়েকজন দিনাজপুরের কান্তনগর মেলায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার শালবাগান মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর