thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা

২০১৭ নভেম্বর ০৪ ০৯:৩৫:৫৬
রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক গৃহকর্মীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, ওই গৃহকর্মী বান্দরবানের নারিকেলছড়ির মুনসুরী গ্রামের সাধু ত্রিপুরার মেয়ে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক আলহাজ উদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি ওই মেয়ে কলাবাগানের নর্থ রোডের ৪০ নম্বর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো। শুক্রবার দিবাগত রাতে সে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে বাসার লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে যায়। তবে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর এটা আত্মহত্যা কি-না তা জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর