thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গুলশানের পুলিশ প্লাজায় শিশু অপহরণ, তেজগাঁওয়ে উদ্ধার

২০১৭ নভেম্বর ০৪ ১০:০২:৫৫
গুলশানের পুলিশ প্লাজায় শিশু অপহরণ, তেজগাঁওয়ে উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপহৃত শিশুসহ রুবেল নামে অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তবে অপহৃত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিশুটি গুলশানের পুলিশ প্লাজা থেকে অপহৃত হয়।

পরে শনিবার রাত ৩টার দিকে তিব্বত ফ্লাইওভার তেজগাঁও শিল্প অঞ্চল থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণকারী রুবেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। রুবেল বর্তমানে পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্লাজা শপিং মল হতে ওই শিশুটিকে অপহরণ করে রুবেল নামে একজন। পরে শিশুটির বাবা মুজিবুর রহমানের কাছে ১০ লাখ টাকা দাবি করে সে। শিশুর বাবা থানায় অভিযোগ করেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩টার দিকে তিব্বত ফ্লাইওভার তেজগাঁও শিল্প অঞ্চল থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী রুবেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। রাতেই ডিবি পুলিশ গুলশান থানায় অপহরণকারী ও শিশুটিকে হস্তান্তর করে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর