thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে বৈঠক

২০১৭ নভেম্বর ০৪ ১৩:৪৯:৫১
ষোড়শ সংশোধনীর রিভিউ নিয়ে বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে বৈঠক শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও রিভিউসংক্রান্ত প্রস্তুতি কমিটির ১০ সদস্য অংশ নিয়েছেন।

সূত্র জানিয়েছে, দু’এক দিনের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ করবে সরকার। বৈঠকে তারা রিভিউয়ের আইনগত দিকে নিয়ে আলোচনা করবেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার রাশেদ, খন্দকার দিলিরুজ্জামান ও মাসুদ হাসান পরাগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর