thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

গণতন্ত্র-নির্বাচন নিয়ে আলোচনা হবে : ইনু

২০১৭ নভেম্বর ০৪ ১৩:৫৯:৪৪
গণতন্ত্র-নির্বাচন নিয়ে আলোচনা হবে : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হওয়া যেমন দরকার তেমনি রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী বিতর্কেরও অবসান হওয়া দরকার। গণতন্ত্রের বিষয় নিয়ে যারা আলোচনা করতে চান, তারা রাজাকার, জঙ্গি ও তেতুল হুজুরদের ত্যাগ করে আলোচনায় আসুন। গণতন্ত্র নির্বাচন নিয়ে আলোচনা হবে। তবে রাজাকার-জঙ্গি, এবং তাদের দোষর বিএনপি ও খালেদা জিয়ার সাথে নয়।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় একথা সঠিক নয়। কারণ এদের ভালভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকবো। এইসব ব্যাপারে হুমকি ধামকি দিয়ে লাভ নেই।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাসান হাবিব, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর