thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে মার্কিন সিনেটে বিল উত্থাপন

২০১৭ নভেম্বর ০৪ ২২:৫৫:০১
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে মার্কিন সিনেটে বিল উত্থাপন

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধে দেশটির সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে মার্কিন সিনেটে একটি বিল আনা হয়েছে।

বৃহস্পতিবার উপস্থাপিত হওয়া এ বিলটিতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়া এবং তাদের দেওয়া সহায়তা কাটছাঁট করার কথা বলা হয়েছে। খবর- বিবিসির।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পাটির সিনেটররা মিলে যৌথভাবে এ বিল এনেছেন।

বিবিসি বাংলার খবরে আরো বলা হয়, মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের চিহ্নিত করার কথা আছে বিলে, যাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ বা পুনর্বহাল করা হবে।

পাশাপাশি মিয়ানমারের ওপর আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের আহ্বান জানানো হয়েছে। চুনি ও পান্নার মতো মূল্যবান পাথর আমদানির ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন পরে এক বিবৃতিতে বলেন, ‘মিয়ারমারে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের হত্যা ও বাস্তুচ্যুত করার জন্য যেসব সামরিক কর্মকর্তা দায়ী, তারা এ বিলের আওতায় পড়বে। এটা স্পষ্ট করে দেয়া হচ্ছে যে, যুক্তরাষ্ট্র তাদের এসব নৃশংসতার পক্ষে দাঁড়াবে না।’

ডেমোক্র্যাট সিনেটর এলিয়ট এঞ্জেল বলেছেন, ‘মার্কিন আইনপ্রণেতারা এ ব্যাপারে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছেন। সর্হিংসতা অবশ্যই বন্ধ হতে হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। মিয়ানমার সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর অর্থবহ বেসামরিক নিয়ন্ত্রণ আনতে হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর