thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যুক্তরাষ্ট্র-কানাডার প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠক আজ

২০১৭ নভেম্বর ০৬ ০৯:১৬:২১
যুক্তরাষ্ট্র-কানাডার প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই দুটি বৈঠকই গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ নভেম্বর) পৃথক সময়ে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সোমবার বেলা পৌনে ১১টায় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুটি বৈঠকই গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর