thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেহেরপুরে মস্তকবিহীন লাশ উদ্ধার

২০১৭ নভেম্বর ০৬ ১০:২৭:১৭
মেহেরপুরে মস্তকবিহীন লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাঠ থেকে মস্তকবিহীন অজ্ঞাত একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে গ্রামের একটি কলাই ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানিয়েছে, সোমবার সকালে কাজিপুর গ্রামের ক্ষেতে কৃষকরা কাজ করতে যায়। এ সময় বাবু মিয়া নামে এক কৃষক কলাই ক্ষেতে বিবস্ত্র অবস্থায় মস্তকবিহীন মরদেহ দেখতে পান। দেহের আশপাশে মস্তক পাওয়া যায়নি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কলাই ক্ষেতে মরদেহটি পড়েছিল। তাকে বিবস্ত্র করে মাথাটি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অন্য জায়গায় খুন করে দেহটি ওইখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে খুনের কোনো আলামত নেই।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর