thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করছেন : অর্থমন্ত্রী

২০১৩ নভেম্বর ০৭ ২০:৪৩:০৮
ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করছেন : অর্থমন্ত্রী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ড. মুহম্মদ ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক বিল পাসের প্রতিক্রিয়ায় বুধবার এক বিবৃতিতে ইউনূস বলেছিলেন, ‘এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধবংস অবধারিত হলো।’

ইউনুসের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ কথা তো তিনি গত পাঁচ বছর ধরেই বলছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনিই (ড. ইউনূস) গ্রামীণ ব্যাংক ধ্বংস করছেন।’

গ্রামীণ ব্যাংক আইনে তেমন কোন পরিবর্তন আনা হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘চারটি বিষয় পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু বিষয় আইনের বাইরে ছিলো, সেগুলো আইনের মধ্যে আনা হয়েছে। এছাড়া পৃথিবীর সব আইনেরই বিধি করে সরকার, প্রবিধান করে বোর্ড। আমরাও তাই করছি। আইনে বড় কোন পরিবর্তন আনা হয়নি।’

গ্রামীণ ফোনের ক্ষেত্রে ড. ইউনূস ‘গ্রামীণ’ নামটি চুরি করেছেন জানিয়ে মুহিত বলেন, ‘যেখানে প্রতিষ্ঠান নেই সেখানে কিভাবে গ্রামীণ ব্যাংকের নাম নেওয়া হলো। এটা পরিস্কার চুরি। যদিও স্বীকার করি তিনি এটা নিজের স্বার্থে, গরিবের স্বার্থে করেছেন। তারপরও এটা চুরি।’

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, ‘এখনো নিয়োগ করি নাই, করবো। একটা কারণে দেরি করছি, আমি চেয়ারম্যান নিয়োগ দিলে তিনি তার বিরুদ্ধে লাগবেন। এবং এর বিরুদ্ধে যা কিছু পদক্ষেপ নেওয়া দরকার তা তিনি নেবেন।’

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১১ সালে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তার এমডি পদে থাকা নিয়ে প্র্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। একই বছরের মার্চে ৭১ বছর বয়সে ড. ইউনুসকে ওই পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক ড. ইউনূসকে অব্যাহতি দেয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থা তাকে ফিরিয়ে আনতে সরকারকে চাপ দেয়। তবে সরকার তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে।

এরই মধ্যে গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর গত ৫ নভেম্বর জাতীয় সংসদে আইনটি পাস হয়। সংশোধিত আইনে গ্রামীণ ব্যাংককে সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেওয়া, বাছাই করা তিন থেকে পাঁচ জনের প্যানেল থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করাসহ কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এআইএম/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর