thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টঙ্গীতে হত্যা : একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

২০১৭ নভেম্বর ০৬ ১২:৪৭:১৬
টঙ্গীতে হত্যা : একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবক হত্যার দায়ে একজনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত।

সোমবার (৬ নভেম্বর) সকালে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা ও অপর দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলেন- বরিশাল জেলার কোতয়ালী থানার পলাশপুর গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে আল আমিন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- গাজীপুরের টঙ্গীর মনকুন টেকপাড়া এলাকার আজগরের ছেলে রকি ওরফে রাকিব ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর গ্রামের ফজু মিয়ার ছেলে কাকন ওরফে কালন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অপরজন জামিন নিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাঠালিয়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল কাইয়ুম দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার ছেলে আমির হোসেন রিংকু উত্তরায় একটি হাসপাতালে চাকরী করতেন। পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ২০১৫ সালের ১২ জুন রাতে বাসায় ফেরার পথে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচে রিংকুকে মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানী ও যুক্তিতর্ক শেষে আজ সকালে আদালত এই রায় প্রদান করেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর