thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিপিএল নিয়ে ‘বাজিতে বাধা দেওয়ায়’ ছাত্র খুন

২০১৭ নভেম্বর ০৬ ১৬:৪১:৪৫
বিপিএল নিয়ে ‘বাজিতে বাধা দেওয়ায়’ ছাত্র খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মধ্যবাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার নাম নাসিম আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট নিয়ে বাজিতে বাধা দেওয়ায় নাসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।

নিহত নাসিম আহমেদ মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়তেন। তার বাবার নাম আলী আহমেদ ফয়জুদ্দিন। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় হলেও পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে থাকতেন।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে কয়েকজন ছুরি মেরে পালিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা নাসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

বিপিএল নিয়ে জুয়ার জেরে এ হত্যাকাণ্ড দাবি করে নাসিমের ভাই ইফতেখার আহমেদ ফয়জুদ্দিন জানিয়েছেন, তার ভাই মহল্লায় জুয়া খেলায় বাধা দেওয়ায় স্থানীয় রমজান ও তার সঙ্গীরা তার ভাইকে ছুরি মারে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর