thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সরকারি ছুটি : ২০১৮ সালে ২২ দিন

২০১৭ নভেম্বর ০৬ ১৭:০৬:৪২
সরকারি ছুটি : ২০১৮ সালে ২২ দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী বছর (২০১৮ সাল)সরকারি ছুটি থাকছে ২২ দিন। এর মধ্যে এক-তৃতীয়াংশই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, শুক্র ও শনিবারে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার (৬ নভেম্বর) এই ২২ দিন ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেছেন, ‘২০১৮ সালে সরকারি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এ বছর সরকারি ছুটি হবে ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন, নির্বাহী আদেশে ছুটি আট দিন।’

সচিব জানিয়েছেন, মোট ২২ দিন সরকারি ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এর মধ্যে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটির তিন দিন পড়েছে শুক্র-শনিবারে।

এর আগে, বৈঠকের শুরুতেই অনির্ধারিত আলোচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি দেওয়ায় এবং ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় প্রধানমন্ত্রী ৩০তম স্থানে থাকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার এই বৈঠকে পায়রা বন্দর এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ ও চীনের দুইটি কোম্পানি মিলিয়ে যৌথ কোম্পানি গঠনের জন্য সংঘস্মারক ও সংঘবিধির খসড়া অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর