thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মালয়েশিয়ায় বন্যা : বাংলাদেশিসহ নিহত ৭

২০১৭ নভেম্বর ০৬ ১৮:০৫:৪৪
মালয়েশিয়ায় বন্যা : বাংলাদেশিসহ নিহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ার পেনাং প্রদেশে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় এক বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া এক এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

দেশটির সহকারী পুলিশ কমিশনার নুজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে।, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারা এলাকায় ওই বাংলাদেশির মৃত্যু হয়।

পুলিশ কমিশনার নুজাইনি জানিয়েছেন, প্রচণ্ড ঝড়ে একটি গাছ উপড়ে পাশেই থাকা কাঠের তৈরি বাড়ির উপর পড়ে। এতে বাড়িটি ধসে পড়ে এবং তার ভেতর থেকে অজ্ঞাতনামা ওই বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ২টা থেকে অব্যাহত বৃষ্টিতে পেনাং শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলেও দেশটির সংবাদ সংস্থা বারনামাকে জানায় কর্তৃপক্ষ।

নিখোঁজ ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

পেনাং প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত চারটি জেলার দেড় হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর