thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

২০১৭ নভেম্বর ০৬ ১৮:৩২:৫২
মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নাটোরের শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো.হাসানুজ্জামান এই দণ্ডাদেশ দেন।

ট্রাইবুন্যাল সূত্রে জানা যায়, দণ্ডিত ব্যক্তির নাম মো.কামরুজ্জামান। তিনি জেলার বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া উপজেলার সরদার মো. বয়েত রেজার ছেলে। তিনি ঘটনার সময় কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরের সৈনিক ছিলেন।

ঘটনার দিন রাতে তিনি নিজ নাবালিকা (১১) মেয়েকে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য হত্যার হুমকি দেন। পরবর্তীতে মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা করেন।

তদন্তকালে মেয়েটির পরিধেয় (ঘটনার সময়ের) পোশাকের পাওয়া সওয়াব রাসয়নিক পরীক্ষা করা হয়। একই সাথে তার বাবা ও মায়ের ডিএনএ পরীক্ষা করা হয়।

আদালতে সাক্ষ্য প্রমাণ ও রাসায়নিক পরীক্ষার ফলাফল যাচাই বাছাই করে আসামিকে উপরোক্ত সাজা দেওয়া হয়।

রায় ঘোষণাকালে আদালত ঘটনাটিকে জঘন্য ও বর্বরোচিত বলে আখ্যায়িত করেন। তিনি এটাকে সমাজের চরম অবক্ষয় বলেও মন্তব্য করেন।

রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় ছিলেন। রায়ের পর তাকে নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর