thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লাশ উদ্ধারের ১ বছর ৭ মাস পর হত্যা মামলা

২০১৭ নভেম্বর ০৬ ১৮:৪৩:০২
লাশ উদ্ধারের ১ বছর ৭ মাস পর হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নবজাতক এক শিশুর লাশ উদ্ধারের দেড় বছরেরও বেশি সময় (১ বছর ৭ মাস) পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে ।

সোমবার ( ৬ নভেম্বর ) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসআই দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তবে মামলার আসামি অজ্ঞাত ব্যক্তি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই দিলীপ কুমার বিশ্বাস জানান, ময়না তদন্তে রিপোর্টে চিকিৎসক উল্লেখ করেন যে শিশুটিকে আঘাত করে হত্যা করা হয়েছে। গত ৫ নভেম্বর রাতে সে রিপোর্ট পেয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে ।

প্রসঙ্গত , গত বছর ১৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ডিসি বাংলার মধ্যবর্তী স্থানের পানি ট্যাংকির নীচ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেন এসআই ফরহাদুজ্জামান । পরে এ বিষয়ে একটি অপমৃত্য মামলা করা হয়েছিল ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর