thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

২০১৭ নভেম্বর ০৬ ১৯:০৬:১৫
স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মশিউর রহমানকে (৩৬) ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৭ নভেম্বর চর-মানিকদাহ গ্রামের মফিজুর রহমানের ছেলে মশিউর রহমান তার স্ত্রী একই গ্রামের নেছার উদ্দিন মোল্লার মেয়ে সাদিয়া জাহান তুলিকে (১৮) হত্যা করে। ঘটনার পরের দিন ২৮ নভেম্বর নিহতের পিতা নেছার উদ্দিন মোল্লা তুলির স্বামী মশিউর রহমানসহ ৬ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে সোমবার গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন অভিযুক্ত মশিউর রহমানকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই সাথে ওই মামলার অন্য ৫ আসামিকে বেকসুল খালাস দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মেহেদী হাসান আসামি পক্ষে ও রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল হালিম মামলাটি পরিচালনা করেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর