thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘বাজেটে রোহিঙ্গাদের কারণে চাপ খুব বেশি হবে না’

২০১৭ নভেম্বর ০৬ ২১:৩৭:৪১
‘বাজেটে রোহিঙ্গাদের কারণে চাপ খুব বেশি হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গা সঙ্কটের কারণে আগামী বাজেটে চাপ ‘খুব বেশি’ হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও তিনি মন্তব্য করেছেন যে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতিকে ধংস করছে।

সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেছেন, ‘রোহিঙ্গা ডিপার্টমেন্টস যা চাচ্ছে, আমরা তাই দিচ্ছি, তবে প্রেসার খুব বেশি হবে না।’

বাজেটের উপর চাপ না পড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, রোহিঙ্গাদের জন্য যে খরচাপাতি হচ্ছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে হচ্ছে।

অর্থমন্ত্রীর ভাষায়, ‘আমার বাজেট হেস্তনেস্ত হয়ে যাবে, সে রকম হয়ত হবে না।’

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের স্বীকার হয়ে গত আড়াই মাসে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে; আগে বিভিন্ন সময় আসা আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে।

মানবিক কারণে এই রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিশাল এই শরণার্থীর ভার সামলানো বাংলাদেশের পক্ষে কষ্টকর বলে আন্তর্জাতিক মহলও স্বীকার করছে।

মিয়ানমারের তীব্র সমালোচনা করে সম্প্রতি মুহিত বলেছিলেন, ‘মিয়ানমার একটা ব্লাডি কান্ট্রি, মিয়ানমার একটা বদমায়েশ দেশ। এই মিয়ানমার দেশটি এ বছর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে।’

রোহিঙ্গাদের জন্য এডিবির কাছে সহায়তা চাওয়া হবে বলে জানান মুহিত।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর