thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৭ নভেম্বর ০৬ ২২:৩১:৩৬
যশোরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

যশোর অফিস : যশোরে সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সর্দার মিলন হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হাজী মুহম্মদ মহসিন রোডে তিনি হামলার শিকার হন।

মিলন যশোর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মবিলা গ্রামের ফরহাদ হোসেন ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংসদ সদস্য পক্ষীয়রা সোমবার বিকালে শহরের দড়াটানায় সন্ত্রাস বিরোধী সমাবেশ করে। সন্ধ্যায় সমাবেশ থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘সর্দার মিলন সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন। আমাদের দলীয় প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে আহত করেছে।’

হাসপাতালের চিকিৎসক মনিনুজ্জামান লর্ড বলেছেন, ‘মিলনের তলপেটের নিচে ও দুই পায়ের কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে তার অবস্থা বলা যাবে না।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেছেন, ‘মিলন নামে এক আওয়ামী লীগ নেতা ছুরিকাহত হওয়ার ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর