thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সিলেটে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬

২০১৭ নভেম্বর ০৭ ১০:৫২:২৫ ২০১৭ নভেম্বর ০৭ ০১:১০:০০
সিলেটে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় পাহাড়ধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

নিহতরা হলেন- নাহিদ আহমেদ (১৩), শাকিল আহমেদ (১৬), মারুফ (১৭), শুক্কুর আলী (৪০), জাকির ও আব্দুল কাদির। নিহতরা সবাই বাংলাটিলা গ্রামের বাসিন্দা।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, নদীর তীরবর্তী বাংলাটিলার এলাকায় পানি কমে যাওয়ায় নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে উপর থেকে বড় এক টুকরা পাথর ধসে পড়ে। এতে১৪ জন শ্রমিক মাটিচাপা পড়ে। পরে স্থানীয়রা ৪ জনের মরদেহ উদ্ধার করেছে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর