thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপির সমাবেশ ১২ নভেম্বর

২০১৭ নভেম্বর ০৭ ১৪:৪৫:৩৮
বিএনপির সমাবেশ ১২ নভেম্বর

দ্য প্রতিবেদক প্রতিবেদক :আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। এ নিয়ে দু’দফা সমাবেশের তারিখ পরিবর্তন করল দলটি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তারিখের কথা জানান।

তিনি বলেন, ‘৭ নভেম্বর উপলক্ষ্যে সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। বিভিন্ন কারণে সরকার সমাবেশের অনুমতি দেয়নি। এখন আমরা আগামী ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সরকার জনসভা করতে সহযোগিতা করবে। অন্যথায় প্রমাণিত হবে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার কেড়ে নিচ্ছে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের ডাক দেয় বিএনপি। অনুমতি না পেয়ে পরে ১১ নভেম্বর নতুন করে সমাবেশের জন্য অনুমতি চায় দলটি। এখন আবার ১২ নভেম্বর সমাবেশ করার কথা জানানো হলো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বের চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর