thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

২০১৭ নভেম্বর ০৭ ২০:২৮:৩৯
ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

মৌলভীবাজার প্রতিনিধি : আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে চান মিয়া নামের এক ব্যক্তিকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

চান মিয়া জেলার কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় চান মিয়া আপন ভাই মো. আলী আকবরের ছেলে তাজুল ইসলাম ওরফে তাজু মিয়াকে (৮) স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে মসজিদের পাশের জমিতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাজুল মারা যায়।

ঘটনার দিনই তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন স্বাক্ষী আদালতে উপস্থাপন করে। মামলার দীর্ঘ শুনানী শেষে চাঁন মিয়া দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁশলি (এপিপি) কৃপাসিন্দু দাস ভাতিজা হত্যার অপরাধে আসামী চাঁন মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর