thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রাজধানীসহ সারা দেশে মৃদু ভূমিকম্প

২০১৭ নভেম্বর ০৮ ১১:১২:০০
রাজধানীসহ সারা দেশে মৃদু ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৪.৭।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের আবহওয়াবিদ রোবায়েত কবীর জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের ত্রিপুরা রাজ্যে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পরিমাপক সিসমিক সেন্টর থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৭৫ কিলোমিটার উত্তরে। এ ভূমিকম্পটি মৃদু (লাইট) ধরনের।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৪ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০ কিলোমিটার পূর্বে। আর ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৭২ কিলোমিটার পূর্বে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর