thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত’ নিহত

২০১৭ নভেম্বর ০৮ ১১:৫২:৫৪
রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত’ নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কদমতলী এলাকায় প্রতিপক্ষের গুলিতে ‘ডাকাত’ দলের প্রধান মো. বিল্লাল (৩৫) নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ভোররাতে কদমতলীর ওয়াসার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। বিল্লালের বাবার নাম মিন্টু মিয়া।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া জানান, বিল্লাল কতমতলী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় চিহ্নিত ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত। বুধবার ভোররাত ৪ টার দিকে ওয়াসার পুকুর পাড়ে বিল্লাল ও তার সহযোগীরা একত্রিত হয়। তখন প্রতিপক্ষ দলের গুলিতে বিল্লাল নিহত হন।

পুলিশ জানায়, বিল্লালের নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী ও শ্যামপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ৩০টি মামলা রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর