thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আ’লীগের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী

আপনারা ৮০ পয়সার মালিক

২০১৭ নভেম্বর ০৮ ২২:৫৯:৫৬
আপনারা ৮০ পয়সার মালিক

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটকে ১ টাকার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা ১ টাকার মালিক নন, আশি পয়সার মালিক। এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে।’

ইনু আরো বলেছেন, ‘আমরা যদি না থাকি তবে আশি পয়সা নিয়ে রাস্তায় ভ্যাঁ ভ্যাঁ করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’

বুধবার (৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ‘আমি কারও দয়ায় মন্ত্রী হয়নি, শেখ হাসিনা আমায় বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছি।’

জাসদ সভাপতি বলেছেন, ‘দেশ, গণতন্ত্র, মানুষ ও মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছি। শেখ হাসিনা ওয়াদা রেখেছেন। তিনি রাজাকাদের বিচার করেছেন, জঙ্গিদের দমন করেছেন। তাই শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী আর খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নেত্রী, খালেদা জিয়া জঙ্গি-রাজাকারের নেত্রী।’

ইনু আরো বলেছেন, ‘আমরা চুপ করে সব সহ্য করি বলে আমাদের দুর্বল ভাববেন না। আমাদেরও শক্তি আছে, জাসদের লাঠি যেই রাস্তায় যাবে সেই রাস্তায় কোন লোক থাকবে না।’

বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো রাজাকার-যুদ্ধাপরাধীদের লালন-পালন ছাড়েননি মন্তব্য করে জাসদ সভাপতি বলেছেন, ‘দেশের ভবিষ্যৎ স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে হবে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হন রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ। জনসভার সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ।

জনসভায় হাজার হাজার স্থানীয় জাসদ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর